Which Protocol provides e-mail facility among different hosts ?
Correct Answer: Option B
ই-মেইল সার্ভার বা সংক্ষেপে মেইল সার্ভার হল নেটওয়ার্কের একটি কম্পিউটার যা ভার্চ্যুয়াল পোস্ট অফিস হিসেবে কাজ করে । মেইল সার্ভারে POP বা IMAP এবং STMP প্রোটোকল ব্যবহার করা হয় ।
SMTP : SMTP এর পূর্ণরুপ হল Simple Mail Transfer Protocol. যে সকল মেইল বাহিরে পাঠানো হয়, সেগুলোকে বর্হিমুখী বা আউটগোয়িং মেইল বলা হয় । আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রোটোকল ব্যবহার করা হয় ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions