'কোন বাতে খাতা নাহি পায়' বাক্যটিতে খাতা কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Solution
Correct Answer: Option A
- সৈয়দ হামজার বিখ্যাত পঙক্তি- 'কোন বাতে খাতা নাহি পায়।' এখানে 'বাত' অর্থ কথা এবং 'খাতা' অর্থ দোষ, ত্রুটি, অপরাধ ও ভুলকে বোঝানো হয়েছে।
- অর্থাৎ কোনো কথায় দোষ বা ত্রুটি পায় না। প্রচলিত বাক্য: আল্লাহ, আমাদের প্রত্যেকের গুনা খাতা মাফ করে দাও।
- ফকির গরীবুল্লাহর উক্তি- 'মুখে হাত যেই দিল গো খাতা মাফ হইল। বড় চণ্ডীদাসের উক্তি- 'না চিহ্নিলি আল রাধা না শুণিলি বাত।