Which one of the following numbers is exactly divisible by 11 ? 

A  235641 

B  245642 

C  315624 

D  415624 

Solution

Correct Answer: Option D

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, Divisible by 11 অর্থাৎ 11 দ্বারা বিভাজ্য । 

তাই আমাদেরকে এমন তিনটি উত্তর বাদ দিতে হবে যেগুলো 11 দ্বারা বিভাজ্য নয় । এখন 11 দ্বারা বিভাজ্যতার সূত্রটি 

হলোঃ কোন সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি কে যদি 11 দিয়ে ভাগ করা যায় তবে সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য হবে । 

 a) এর 235641 = 2 + 3 + 5 + 6 + 4 + 1 = 21, যা 11 দ্বারা বিভাজ্য নয় । 

b) এর 245642 = 2 + 4 + 5 + 6 + 4 + 2 = 23, যা 11 দ্বারা বিভাজ্য নয় । 

c) এর 315624 = 3 + 1 + 5 + 6 + 2 + 4 = 21, যা 11 দ্বারা বিভাজ্য নয় । 

d) এর 415624 = 4 + 1 + 5 + 6 + 2 + 4 = 22, যা 11 দ্বারা বিভাজ্য । 

Shortcut thinking: এ ধরনের প্রশ্নে শেষের উত্তর থেকে শুরু করবেন । কারণ, পরীক্ষার হলে আপনার সময় নষ্ট করার 

জন্য উত্তর সাধারণত শেষেই দিয়ে থাকেন । যেমন এই অপশনটি দেখুনঃ d) 415624. 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions