Solution
Correct Answer: Option A
- বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিনে বসবাস করা হিব্রু জাতি জেরুজালে নগরীকে কেন্দ্র করে হিব্রু সভ্যতা গড়ে তোলে।
- হিব্রু মূলত একটি প্রাচীনতম সেমেটিক ভাষার নাম যার আক্ষরিক অর্থ যাযাবর বা নিম্নশ্রেণির লোক।
- হযরত মুসা (আঃ) কে প্রধান ধর্মীয় নেতা ও ওল্ড টেস্টামেন্ট বিশ্বাসকারী এই সভ্যতার প্রধান অবদান ছিল ধর্মীয় ক্ষেত্রে।
- হিব্রু সভ্যতাতেই প্রথম একেশ্বরবাদের উদ্ভব হয়