বছরের বৃহত্তম দিন কোনটি?

A ২৩ মার্চ

B ২১ জুন

C ২৩ সেপ্টেম্বর

D ২৩ ডিসেম্বর

Solution

Correct Answer: Option B

- ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত বিরাজ করে।
- একইদিন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত ও ছোট দিন।
- উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত হলো ২১ জুন।
- এদিন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত।
- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions