Solution
Correct Answer: Option B
ক্যালকুলাস আবিষ্কারের পিছনে যে দুজন মানুষের নাম সবার আগে আসে তাদের একজন হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন এবং আরেকজন গটফ্রেড লিবনিজ। এদের দুজনকে নিয়ে অনেক মজার ঘটনা আছে । ক্যালকুলাসের জনক হিসেবে দুজনকেই এখন মর্যাদা দেওয়া হয় ।
প্রথমে তাদের মধ্যে কে আগে সেটা আবিষ্কার করেছে তা নিয়ে বেশ বিবাদ - মনােমালিন্য হয়েছিল । এটা গণিতের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত কিংবা কুখ্যাত বিবাদগুলাের একটা । নিউটন দাবি করেন যে তিনিই আগে ক্যালকুলাস আবিষ্কার করেছেন । নিউটনের নােট বই থেকে প্রমাণ পাওয়া যায় তিনি ১৬৬৬ সালে আবিষ্কার করেন । কিন্তু তিনি প্রকাশ করেছিলেন ১৬৯৩ সালে । এদিকে লিবনিজের নােট বই বলে তিনি ১৬৭৪ সালে এটা আবিষ্কার করেন এবং প্রকাশ করেন ১৬৮৪ সালে । অর্থাৎ নিউটন থেকে লিবনিজ প্রায় আট বছর পরে আবিষ্কার করেছিলেন কিন্তু প্রকাশ করেছিলেন নিউটন থেকে নয় বছর আগে । তার মানে লিবনিজ দাবি করতেই পারেন তিনি আগে আবিষ্কার করেছেন । শেষ পর্যন্ত কে আবিষ্কার করেন , এটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয় ।
ঘটনাক্রমে পদাধিকার বলে সে সময়ে রয়েল সােসাইটির প্রেসিডেন্ট ছিলেন নিউটন নিজেই ! তদন্ত শেষ করে নিউটন নিজেই স্বাক্ষর করলেন রিপাের্টে “ জনাব নিউটনই মনে হইতেছে পূর্বে আবিষ্কার করিয়াছে '! কী তামাশার ব্যাপার ! যাহােক এখন দুজনকেই আবিষ্কারকের মর্যাদা দেয়া হয় ।