'নিষ্ঠা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

A নিস্‌ + ঠা

B নিঃ + ঠা

C নিঃ + ষ্ঠা

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option B

বিসর্গ এর পরে অঘোষ,অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গ এর স্থলে তালব্য শিশ ধ্বনি হয়,
অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়।যেমণ-
।ঃ + ট/ঠ = ষ + ট/ঠ ; নিঃ + ঠা = নিষ্ঠা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions