'বিস্ময়' এর সঠিক উচ্চারণ কোনটি?
A বিস্শয়
B বিস্শয়
C বিশ্শয়
D বিশ্ময়
Solution
Correct Answer: Option C
- "বিস্ময়" শব্দটির সঠিক উচ্চারণ হল বিশ্শয়।
- বাংলা ভাষায় অনেক শব্দে পদের মধ্যে বা অন্তে ম-ফলা সংযুক্ত হলে উচ্চারণে সে বর্ণের দ্বিত্ব হয়।
- তবে এই 'ম' যেহেতু অনুনাসিক ধ্বনি সেজন্যে দ্বিত্ব উচ্চারিত শেষ ধ্বনিটি সাধারণত সামান্য নাসিক্য - প্রভাবিত হয়।