Solution
Correct Answer: Option B
- বাক্যটিতে "yesterday" (গতকাল) শব্দটি ব্যবহৃত হয়েছে, যা অতীত কাল নির্দেশ করে।
- অতীত কালের নেতিবাচক রূপ: ইংরেজিতে অতীত কালের নেতিবাচক রূপ তৈরি করতে "did not" বা সংক্ষেপে "didn't" ব্যবহার করা হয়।
- মূল ক্রিয়াপদের ব্যবহার: "Did not" এর পরে মূল ক্রিয়াপদ (go) ব্যবহার করা হয়, কোনো পরিবর্তন ছাড়া।