বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয়?
A একটি
B দুইটি
C তিনটি
D চারটি
Solution
Correct Answer: Option B
- যে সংখ্যা পদ্ধতির ভিত্তি ২ এবং ০ ও ১ ব্যবহার করে সকল সংখ্যা লেখা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
- কম্পিউটারের ডাটা সংরক্ষণে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।