ব্যাংকে কত টাকা রাখলে ৮ শতাংশ হারে মুনাফায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন ৫২০০ টাকা হবে?
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে,বার্ষিক সুদের হার r =৮%
সময় t=২ বছর; চক্রবৃদ্ধি মূলধন C =৫২০০ টাকা
মূলধন p =?
আমরা জানি,চক্রবৃদ্ধি সুদাসল=মূলধন ×[১+(সুদের হার/১০০)]সময়
বা,৫২০০=মূলধন ×[১+(৮/১০০)]২
বা, ৫২০০=মূলধন ×(১.০৮)২
অতএব,মূলধন=৫২০০/(১.০৮ ×১.০৮)=৪৪৫৮.১৬