যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর কোন মহাসাগরে অবস্থিত?
Solution
Correct Answer: Option C
- মূল ভূখণ্ডের বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌবহর হলো সপ্তম নৌবহর।
- যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি অংশ এটি।
- যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর জাপানের ইউকোসুকে অবস্থিত। এই নৌবহরে ৭০ - ৮০ টি যুদ্ধ জাহাজ, ৩০০ টি যুদ্ধ বিমান এবং প্রায় ৪০,০০০ হাজার সেনা রয়েছে।
- গোয়ামে যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি রয়েছে।