কপ-২৮ সম্মেলনে কতটি দেশ ''গ্লোবাল এক্সিলারেশন ফর ডিকার্বনাইজেশন'' চুক্তিতে স্বাক্ষর করে?
Solution
Correct Answer: Option B
- COP'র পূর্ণরূপ Conference of the Parties
- ১৯৯২ সালে জলবায়ুতে মানুষের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষরিত হয়।
- ১৯৯৫ সাল থেকে প্রতি বছর COP অনুাষ্ঠত হয়।
- কপ-২৮ সম্মেলনে নবায়নযোগ্য সক্ষমতা তিন গুন বৃদ্ধিতে সম্মত হন বিশ্ব নেতারা।
- ১১৮ টি দেশ ২-৩ ডিসেম্বর ‘গ্লোবাল এক্সিলারেশন ফর ডিকার্বনাইজেশন চুক্তিতে’ স্বাক্ষর করেন।
- বিশ্বব্যাপী নবায়নযোগ্য শক্তির সক্ষমতা বর্তমানের ৩.৪ টেরাওয়াট থেকে ২০৩০ সালের মধ্যে ১১ টেরাওয়াটে উন্নীত করা এর উদ্দেশ্য।
- এ প্রকল্পের অর্থের প্রবাহ বৃদ্ধি করতে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের একটি বেসরকারি বিনিয়োগ তহবিল গঠনের ঘোষনা দেয় সংযুক্ত আরব আমিরাত।
- ১ ডিসেম্বর ২০২৩ ঘোষিত তহবিলটির নাম দেওয়া হয় ‘আলতেরা’।
- ২০৩০ সাল নাগাদ মোট ২৫,০০০ কোটি ডলারের বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হবে উক্ত তহবিলটি।