কপ-২৮ সম্মেলনে কতটি দেশ ''গ্লোবাল এক্সিলারেশন ফর ডিকার্বনাইজেশন'' চুক্তিতে স্বাক্ষর করে?

A ১১৫ টি

B ১১৮ টি

C ১২২ টি

D ১২৫ টি

Solution

Correct Answer: Option B

- COP'র পূর্ণরূপ Conference of the Parties
- ১৯৯২ সালে জলবায়ুতে মানুষের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষরিত হয়।
- ১৯৯৫ সাল থেকে প্রতি বছর COP অনুাষ্ঠত হয়।

- কপ-২৮ সম্মেলনে নবায়নযোগ্য সক্ষমতা তিন গুন বৃদ্ধিতে সম্মত হন বিশ্ব নেতারা।
- ১১৮ টি দেশ ২-৩ ডিসেম্বর ‘গ্লোবাল এক্সিলারেশন ফর ডিকার্বনাইজেশন চুক্তিতে’ স্বাক্ষর করেন।
- বিশ্বব্যাপী নবায়নযোগ্য শক্তির সক্ষমতা বর্তমানের ৩.৪ টেরাওয়াট থেকে ২০৩০ সালের মধ্যে  ১১  টেরাওয়াটে উন্নীত করা এর উদ্দেশ্য।
- এ প্রকল্পের অর্থের প্রবাহ বৃদ্ধি করতে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের একটি বেসরকারি বিনিয়োগ তহবিল গঠনের ঘোষনা দেয় সংযুক্ত আরব আমিরাত।
- ১ ডিসেম্বর ২০২৩ ঘোষিত তহবিলটির নাম দেওয়া হয় ‘আলতেরা’।
- ২০৩০ সাল নাগাদ মোট ২৫,০০০ কোটি ডলারের বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হবে উক্ত তহবিলটি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions