যদি রিক্সাভাড়া ৬০% বৃদ্ধি পায় তবে রিক্সায় যাতায়াত শতকরা কতভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না?

A ৩৭.৫০%

B ৪০.০০%

C ৬০.০০%

D ৬০.৫০%

Solution

Correct Answer: Option A

ধরি, পূর্বের ভাড়া ছিল ১০০ টাকা।
তাহলে ৬০% বৃদ্ধিতে বর্তমান ভাড়া= ১৬০টাকা।
ভাড়া বৃদ্ধি পেয়েছে= ১৬০-১০০=৬০ টাকা
সুতরাং খরচ পূর্বের সমান রাখতে হলে খরচ কমাতে হবে ৬০ টাকা।

১৬০ টাকায় কমাতে হবে = ৬০
১  টাকায় কমাতে হবে = ৬০/১৬০
১০০ টাকায় কমাতে হবে= ৬০*১০০/১৬০ =৩৭.৫০%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions