ORIENT 

A   hasten 

B  defile 

C  confuse 

D  decline 

Solution

Correct Answer: Option C

Solution: 

 Orient - (সাহিত্য) প্রাচ্য অর্থাৎ এশিয়া      Hasten - দ্রুত চলা বা করা    
 Defile - নোংরা/দূষিত করা   Decline - প্রত্যাখ্যান করা   

Orient শব্দটি Verb হিসেবেও বসতে পারে । তখন এর অর্থ হবেঃ স্পষ্ট বোধগম্য সম্পর্কের পরিপ্রেক্ষিতে স্থাপন করা । 

আর Orientate oneself অর্থ হলোঃ পরিস্থিতির সঙ্গে নিজেকে পরিচিত করানো; পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদির পরিপ্রেক্ষিত 

নিজের অবস্থান নির্ণয় করা। এবার আপনি উত্তর অপশনগুলোর দিকে লক্ষ্য করলে দেখবেন যে, সবগুলো অপশনের শব্দগুলোই 

Verb হিসেবে ব্যবহৃত হয়েছে । যেহেতু Verb হিসেবে Orient শব্দটির অর্থ স্পষ্ট বোধগম্য সম্পর্কের পরিপ্রেক্ষিতে স্থাপন করা, তাই এর বিপরীত হবে Confuse. 

মনে রাখবেনঃ মূল শব্দের একাধিক Parts of Speech হলে অপশনের শব্দগুলোর Parts of speech দেখবেন । 

অপশনের শব্দগুলো যে Parts of Speech , মূল শব্দকে সেই Parts of Speech হিসেবে ধরে উত্তর করবেন । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions