A wholesaler sells goods to a retailer at a profit of 20%. The retailer sells to the customer who pays 80% more than the cost of the wholesaler. What is the retailer's profit ?
Correct Answer: Option C
Solution:
প্রশ্ন বলা হচ্ছে যে, একজন পাইকারী বিক্রেতা খুচরা বিক্রেতার নিকট 20% লাভে একটি পণ্য বিক্রয় করলো ।
খুচরা বিক্রেতা ভোক্তার নিকট ঐ পণ্য বিক্রয় করলো । ভোক্তা খুচরা বিক্রেতাকে পাইকারী বিক্রেতার খরচের চেয়েও 80%
বেশি দাম দেয় । খুচরা বিক্রেতার লাভ কত ?
ধরি, পাইকারী বিক্রেতার খরচ 100 টাকা
খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = 100 + 20 = 120 টাকা
অতএব, ভোক্তার ক্রয়মূল্য = \((100 + \frac{{100 \times 80}}{{100}})\)
= 180 টাকা
কিন্তু ভোক্তার ক্রয়মূল্যই খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ।
ফলে খুচরা বিক্রেতার লাভ = 180 - 120 = 60 টাকা
শতকরা লাভ হয় = \((\frac{{60}}{{120}} \times 100)\) = 50%
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions