Solution
Correct Answer: Option D
একটি জাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অভিন্নরূপ সমষ্টিকে বুঝায় Collective noun। এটি একটি গোষ্ঠী বা দলকে একক হিসেবে প্রকাশ করে।
উদাহরণসমূহ:
- Flock - ঝাঁক (পাখির দল)
- Band - দল (সংগীতজ্ঞদের)
- Cavalry - অশ্বারোহী সেনাদল
- Herd - পাল (পশুর দল)
- Audience - শ্রোতাবর্গ
- Navy - নৌ সেনাদল
- Infantry - পদাতিক সেনাদল
- Fleet - রণতরী সমূহ
- Jury - বিচার সভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ