Solution
Correct Answer: Option A
- 'পদ্মগোখরা' জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি বিখ্যাত ছোটগল্প।
- এই গল্পটি তাঁর 'শিউলিমালা' (১৯৩১) শীর্ষক গল্পগ্রন্থে সংকলিত হয়েছে।
- নজরুলের অন্যান্য উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হলো 'ব্যথার দান', 'রিক্তের বেদন' ইত্যাদি।
- অন্যদিকে, 'পদ্মরাগ' হলো নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি উপন্যাস।
- 'পদ্মাবতী' মধ্যযুগের কবি আলাওল রচিত একটি বিখ্যাত কাব্য।
- 'পদ্মপুরাণ' (অপশনে 'পদ্মপুরাগ') একটি মধ্যযুগীয় মঙ্গলকাব্য, যার অন্যতম রচয়িতা হলেন বিজয় গুপ্ত।