Solution
Correct Answer: Option D
- "Bootleg" শব্দটির অর্থ হলো অবৈধভাবে কোনো পণ্য তৈরি, বিতরণ বা বিক্রি করা।
- এই কাজটি চোরাচালান বা পাচারের (smuggle) সমার্থক।
- আমেরিকার নিষেধাজ্ঞার যুগে বুটের মধ্যে লুকিয়ে অবৈধভাবে মদ পাচার করা হতো, সেখান থেকেই এই শব্দটির উৎপত্তি।
- বর্তমানে অবৈধভাবে তৈরি বা কপি করা অডিও, ভিডিও বা অন্যান্য পণ্য বোঝাতেও এই শব্দটি ব্যবহৃত হয়।