বাংলা নাট্য সাহিত্যে 'নাট্যচার্য' কার উপাধি?

A সাঈদ আহমদ

B সেলিম আল দীন

C আতাউর রহমান

D ড. ইনামুল হক

Solution

Correct Answer: Option B

সেলিম আল দীন (১৯৪৯-২০০৮):
- সেলিম আল দীন ১৮ আগষ্ট, ১৯৪৯ খ্রিষ্টাব্দে ফেনীর সোনাগাজীর সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মঈনুদ্দিন আহমেদ।
- তিনি প্রথমে বিজ্ঞাপনী সংস্থা 'বিটপী'তে কপিরাইটার হিসেবে চাকরি জীবন শুরু করেন এবং ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হন এবং আমৃত্যু এ বিভাগে কর্মরত ছিলেন।
- তিনি বাংলা নাট্য সাহিত্যে এথনিক থিয়েটারের উদ্ভাবনকারী এবং 'নাট্যাচার্য' হিসেবে খ্যাত।
- তাঁর শিল্পচিন্তার নাম ছিল 'কথানাট্য'।
- বাংলাদেশে 'গ্রাম থিয়েটার' এর প্রবর্তক সেলিম আল দীন।
- তিনি ১৯৮১-৮২ সালে নাট্য-নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে সাথে নিয়ে সারাদেশে 'গ্রাম থিয়েটার' গড়ে তোলেন।
- তিনি 'ঢাকা থিয়েটার' এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
- তিনি 'বাংলা একাডেমি পুরস্কার' (১৯৮৪), 'একুশে পদক' (২০০৭), 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (১৯৯৩, ৯৬) পান।
- তিনি ১৪ জানুয়ারি, ২০০৮ খ্রিষ্টাব্দে ঢাকায় মারা যান।

• তাঁর উল্লেখযোগ্য নাটক ও নাট্যগ্রন্থ-
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য নাটক (১৯৭৩),
- জন্ডিস ও বিবিধ বেলুন (১৯৭৫),
- বাসন (১৯৮৫)
- কীর্তন খোলা (১৯৮৩) ,
- কেরামতমঙ্গল (১৯৮৮),
- প্রাচ্য (১৯৯৮),
- হাতহদাই (১৯৯৭),
- যৈবতী কন্যার মন (১৯৯৩),
- চাকা (১৯৯১),
- হরগজ (১৯৯২),
- একটি মারমা রূপকথা (১৯৯৫),
- বনপাংশুল (১৯৯৬),
- নিমজ্জন (২০০২),
- ধাবমান, স্বর্ণবোয়াল (২০০৭),
- ঊষা উৎসব ও স্বপ্নরমণীগণ (নৃত্যনাট্য, ২০০৭),
- পুত্র (২০০৮) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions