সাক্ষরতা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক?

A সাক্ষরতা আর শিক্ষা একই

B ব্যক্তির পড়তে পারার দক্ষতা

C পড়ে বোঝা, লিখে প্রকাশ করা

D শুনে বুঝতে পারা

Solution

Correct Answer: Option C

- সাক্ষরতা হলো - পড়ে বোঝা, লিখে প্রকাশ করা। 
- সমাজজীবন যত জটিল হয় ব্যবহারিক সাক্ষরতার স্তর তত উন্নীত হয় বলে একজন নিরক্ষর লোকের পক্ষে কর্মসংস্থান দুরূহ হয়ে ওঠে, দৈনন্দিন জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াও কষ্টকর হয়।
- ৭ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে প্রায়োগিক সাক্ষরতায় পুরুষের চেয়ে এগিয়ে রয়েছেন নারীরা।
- দেশে প্রায়োগিক সাক্ষরতার হার ৬২.৯২ শতাংশ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions