- জীবনানন্দ দাশের পঞ্চম কাব্যগ্রন্থ সাতটি তারার তিমির।
- এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘
আকাশনীলা’।
- রূপসী বাংলার ও নির্জনতার কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) জন্মগ্রহণ করেন বরিশাল জেলায় ।
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল :
- মহাপৃথিবী ,
- ধূসর ,
- পাণ্ডুলিপি ,
- ঝরাপালক ,
- বনলতা সেন ,
- রুপসি বাংলা ।
উপন্যাস হল :
- মাল্যবান ,
- সতীর্থ ।