'আকাশনীলা' কবিতার রচয়িতা কে?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B সুফিয়া কামাল

C জীবনানন্দ দাশ

D কাজী নজরুল ইসলাম

Solution

Correct Answer: Option C

- জীবনানন্দ দাশের পঞ্চম কাব্যগ্রন্থ সাতটি তারার তিমির। 
- এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘আকাশনীলা’।

- রূপসী বাংলার ও নির্জনতার কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) জন্মগ্রহণ করেন বরিশাল জেলায় । 

তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল : 
- মহাপৃথিবী , 
- ধূসর ,
- পাণ্ডুলিপি , 
- ঝরাপালক ,
- বনলতা সেন ,
- রুপসি বাংলা ।

উপন্যাস হল :
- মাল্যবান ,
- সতীর্থ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions