'যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই' গানটির গীতিকার কে?
A নজরুল ইসলাম বাবু
B মোঃ মনিরুজ্জামান
C হাসান মতিউর রহমান
D কবির বকুল
Solution
Correct Answer: Option C
- "যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই!" গানটির গীতিকার হাসান মতিউর রহমান।
- হাসান মতিউর রহমান হলো বাংলাদেশী লোকসংগীত শিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক।
- গানটি গেয়েছেন শিল্পী মলয় কুমার ও সাবিনা ইয়াসমিন।