আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) কোন সালে গঠিত হয়েছে?

A ১৯৫৮ ‌

B ১৯৬০

C ‌১৯৫৫

D ১৯৫৭

Solution

Correct Answer: Option D

- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- এটি ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে। 
- IAEA এর সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত।
- এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৮ টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions