কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের রচনা নয়?
Solution
Correct Answer: Option B
শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাসঃ
- বড়দিদি,
- পল্লী সমাজ,
- পরিণীতা,
- বিরাজ বৌ,
- পণ্ডিত মশায়,
- দেবদাস,
- চরিত্রহীন,
- শ্রীকান্ত,
- নিষ্কৃতি,
- দত্তা,
- গৃহদাহ,
- বামুনের মেয়ে ইত্যাদি।
মৃত্যুক্ষুধা- কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস যা ১৯৩০ সালে প্রকাশিত হয়।