আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট হয়ে নিম্নের কোন দেশ তাদের একটি রাস্তার নাম দিয়েছে 'বাংলাদেশ রোড'?
A সিয়েরা লিওন
B সুদান
C আইভরি কোস্ট
D মালি
Solution
Correct Answer: Option C
- পশ্চিম আফ্রিকার দেশ আইভরিকোস্ট Danane Town শহরের নাম পরিবর্তন করে 'Bangladesh Road' নামকরণ করে।
- শহরটির স্থানীয় কর্তৃপক্ষ বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে সড়কটির নাম পরিবর্তন করে।