Solution
Correct Answer: Option B
- ঢাকায় ১৯৭৯ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (CIRDAP) প্রতিষ্ঠিত হয়েছিল।
- CIRDAP এর সদর দপ্তর ঢাকার চামেলি হাউজে অবস্থিত।
- এশিয়ার ১৫টি দেশ CIRDAP এর সদস্য, যথা- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, আফগানিস্তান, মায়ানমার, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, লাওস এবং ফিজি।
- CIRDAP এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ছয়টি দেশ।
- CIRDAP এর বর্তমান মহাপরিচালক থাইল্যান্ডের চেরদসাক ভিরাপা।
- CIRDAP এর উপ-আঞ্চলিক অফিস (SOCSEA) ১৯৯৭ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতিষ্ঠা করা হয়েছিল।