পরিবার পরিকল্পনা অধিদপ্তর (মেডিকেল টেকনোলজিস্ট) - ২১.০১.২০২৩ (80 টি প্রশ্ন )
ফলিক এসিড এক ধরনের ভিটামিন-বি, গর্ভকালীন প্রসূতি মায়েদের সন্তান ধারণের শুরুতে প্রতিদিন অন্তত ৪০০ মাইক্রোগ্রাম গ্রহণ করা দরকার। এটি গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুরজ্জু গঠনে বিশেষ ভূমিকা রাখে এবং অনাগত শিশুর জন্মগত ত্রুটি কমে যায়। গর্ভধারণের অন্তত এক মাস আগে থেকে প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম ফলিক এসিড খাওয়া শুরু করা উচিত এবং প্রথম তিন মাস পর্যন্ত এটি চালিয়ে যাওয়া উচিত।
শিশু জন্মের ১ ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ দিতে হয়। শিশু জন্মের প্রথম ২-৩ দিন পর্যন্ত মায়ের বুকের দুধকে শাল দুধ বলে। এতে প্রচুর এন্টিবডি থাকে যা শিশুর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। এটাকে শিশুর জীবনের প্রথম টিকাও বলা হয়। মায়ের দুধের প্রোটিনকে লেকটো এলবুমিন বলে। যদি বাচ্চা প্রথম ৬ মাস কেবল মায়ের বুকের দুধ খায় তবে তাকে এক্সক্লুসিভ দুধ পান বলে। মায়ের দুধে শিশুর মস্তিষ্কের বৃদ্ধির জন্য টরিন নামক উপাদান থাকে। দুধে শর্করার পরিমাণ ৭.৪ গ্রাম। আর গরুর দুধে শর্করা থাকে ৪.৬ গ্রাম।
কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয় তৈলাক্ত পদার্থ (অসম্পৃক্ত এলকোহল)। মানব দেহের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে। এটি লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। রক্তে তিন ধরনের লিপোপ্রোটিন দেখা যায়। যেমন: নিম্ন ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন (LDL), উচ্চ ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন (HDL) ও ট্রাইগ্লিসারাইড (Triglyceride)। একজন মানুষের দৈনিক গড়ে ১০০০ মিলিগ্রাম কোলেস্টেরল দরকার।
বিভিন্ন ব্যক্তির লোহিত রক্ত কণিকায় A এবং B নামক দুই ধরনের এন্টিজেন (Antigen) থাকে এবং রক্তরসে a ও b দুই ধরনের অ্যান্টিবডি (Antibody) থাকে। এই Antigen ও Antibody-র উপস্থিতির উপর ভিত্তি করে ১৯০১ সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তকে A, B, AB ও O গ্রুপে ভাগ করেন। রক্তের O গ্রুপকে সর্বজনীন দাতা এবং AB গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়।
মানুষের মুখে চার রকমের দাঁত রয়েছে। যথা- কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেষণ দাঁত, পেষণ দাঁত। মানুষের মোট ৩২টি দাঁতের মধ্যে কর্তন দাঁত ৪ + ৪ = ৮টি; ছেদন ২ + ২ = ৪টি; অগ্রপেষণ ৪ + ৪ = ৮টি; পেষণ ৬ + ৬ = ১২টি।

 Expanded Program on Immunization (EPI) বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক পরিচালিত একটি চলমান টিকাদান কর্মসূচি। ৭ এপ্রিল, ১৯৭৯ সালে প্রথম চালু হয়। EPI কর্মসূচিতে বর্তমানে ১০টি রোগের ৭টি টিকা দেয়া হয়।

- যক্ষ্মা: বিসিজি

- পোলিও: ওপিভি (ওরাল পোলিও ভ্যাকসিন), আইপিভি (ইনএক্টিভেট পোলিও ভ্যাকসিন)

- হাম ও রুবেলা:  এম আর

- ডিপথেরিয়া, হুপিংকাশি,ধনুষ্টংকার+হেপাটাইটিস বি+হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি: পেন্টাভ্যালেন্ট (ডিপিটি, হিব হেপাটাইটিস-বি)

- নিউমোকক্কাল নিউমোনিয়া: পিসিভি

 

অস্থি বিশেষ ধরনের যোজক কলা, যা দেহের কাঠামো নির্মাণ করে, নরম অঙ্গ গুলোকে সংরক্ষণ করে, দেহের ভার বহন করে এবং পেশী সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে। মানবদেহে অস্থির সংখ্যা ২০৬টি।
আমিষ গঠনের একক হলো অ্যামাইনো এসিড। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন- এ চারটি মৌলের সমন্বয়ে আমিষ বা প্রোটিন তৈরি হয়। শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো এসিডে পরিণত হয়। মানুষের শরীরে এ পর্যন্ত ২০ ধরনের অ্যামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে। ২০টি অ্যামাইনো এসিডের মধ্যে আটটি অ্যামাইনো এসিডকে (লাইসিন, ট্রিপেটোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন ও থ্রিওনাইন) অপরিহার্য অ্যামাইনো এসিড বলা হয়।
পোলিও (polio) ভাইরাসঘটিত এক ধরনের রোগ। এটি মূলত মানুষের সঙ্গে মানুষের স্পর্শের মাধ্যমে ছড়ায়। পোলিও সংক্রমণের কোন নিরাময় হয় না। তবে টিকাকরণের মাধ্যমে এটা প্রতিরোধ করা যায়। জোনাস সাক্ষ প্রথম পোলিও টিকার উদ্ভাবন করেন। পোলিও প্রতিরোধে জন্মের পর একটি শিশুকে ৪ সপ্তাহের মধ্যে Oral Poliovirus Vaccine (OPV) ও Inactivated Poliovirus Vaccine (IPV) এর প্রথম ডোজ দেওয়া হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- অস্থি বিশেষ ধরনের যোজক কলা, যা দেহের কাঠামো নির্মাণ করে, নরম অঙ্গ গুলোকে সংরক্ষণ করে, দেহের ভার বহন করে এবং পেশী সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে।
- হাড়ের কোষের নাম Osteoblast.
- Osteoblast হাড় তৈরি করে এবং হাড়ের কাঠামো বজায় রাখে।
- এগুলি হাড়ের ম্যাট্রিক্স তৈরি করে, যা হাড়কে তার শক্তি এবং স্থিতিস্থাপকতা দেয়।
- Osteoblast হাড়ের কোষের মধ্যে সবচেয়ে ছোট এবং এগুলি হাড়ের পৃষ্ঠে পাওয়া যায়।
২৩ মার্চ, ১৯৪০ সালে অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে মুসলিম লীগের অধিবেশন বসে। এ অধিবেশনে অভিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে ফজলুল হক ‘লাহোর প্রস্তাব’ উত্থাপন করেন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ২৪ মার্চ, ১৯৪০ সালে প্রস্তাবটি গৃহীত হয়।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারে অন্তরীণ সময়কালের দিনলিপি কারাগারের রোজনামচা'।
- বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ২ জুন থেকে ৬৭ সালের ২২ জুন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে এবং ১৯৬৮- সালের ১৮ জানুয়ারি থেকে ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কুর্মিটোলা সেনানিবাসে অন্তরীণ থাকা অবস্থায় প্রতিদিন ডায়েরি লিখতেন।
- সেই ডায়েরির পরিমার্জিত রূ ‘কারাগারের রোজনামচা'।
- গ্রন্থটির নামকরণ করেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা এবং ভূমিকা লেখেন শেখ হাসিনা।
- ‘কারাগারের রোজনামচা' গ্রন্থটি জাতির পিতার ৯৭তম জন্মদিন ১৭ মার্চ, ২০১৭ সালে প্রকাশিত হয়।
- এটি ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম এবং বইটি প্রকাশ করেন বাংলা একাডেমি।
সংসদীয় গণতন্ত্র এমন এক রাজনৈতিক শাসন ব্যবস্থা, যাতে সর্বময় ক্ষমতা জনগণের দ্বারা নির্বাচিত সংসদের ওপরে ন্যস্ত থাকে। এই ব্যবস্থায় সরকার প্রধানের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি। ১১ জানুয়ারি, ১৯৭২ সালে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করা হয়। ১৯৭৫ সালে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করা হয়। আর ১৯৯১ সালে আবারও সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করা হয়। বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যে সংসদীয় গণতন্ত্র প্রচলিত রয়েছে।
ভিটামিন-সি একটি জৈব অম্ল, যা টাটকা শাকসবজি ও ফলমূল প্রভৃতিতে পাওয়া যায়। ভিটামিন-সি এর অপর নাম অ্যাসকরবিক এসিড। এটি পানিতে দ্রবীভূত হয়। ভিটামিন- সি তাপ, আলো ও বাতাসের প্রতি সংবেদনশীল তাই অতিরিক্ত তাপে এটি নষ্ট হয়ে যায়।
ক্র্যাক প্লাটুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ২ নং সেক্টরের অধীনে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগটিত দল। এ গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে 'হিট এন্ড রান পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাস সৃষ্টি করে। মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), গাজী দস্তগীর, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, খালেদ মোশাররফ, এ.টি.এম হায়দার, ইমাম শাফি রুমি প্রমুখ মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন।
Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়। ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত। SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ভারতের আগরতলায় একত্র হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়। এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল, ১৯৭১ সালে মেহেপুরের বৈদ্যনাথতলায় (মুজিবনগর) স্বাধীন বাংলা অস্থায়ী সরকার গঠন করে। এ সরকার ১৭ এপ্রিল, ১৯৭১ শপথ গ্রহণ করে। ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়।
পৃষ্ঠটান হচ্ছে তরল পদার্থের স্থিতি স্থাপক প্রবণতা, যা তরলকে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল প্রদান করে। পানির একটি ছোট ফোঁটা পানির পৃষ্ঠটান গুনের জন্য গোলাকৃতির হয়।
-বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে ৩ ডিসেম্বর, ১৯৫৫ (১৭ অগ্রহায়ণ, ১৩৬২) ঢাকার বর্ধমান হাউজে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৭ সালে ‘দি বেঙ্গলি একাডেমি অ্যাক্ট' গৃহীত হলে বাংলা একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ভারতের আগরতলায় একত্র হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়।
- এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল, ১৯৭১ সালে মেহেপুরের বৈদ্যনাথতলায় (মুজিবনগর) স্বাধীন বাংলা অস্থায়ী সরকার গঠন করে।
- এ সরকার ১৭ এপ্রিল, ১৯৭১ শপথ গ্রহণ করে ।
১৯৭২ সালের ৪ মার্চ বাংলাদেশে প্রথম কাগুজে মুদ্রা চালু হয়। এটি ছিল ১ এবং ১০০ টাকার নোট। ১ টাকার নোটে বাংলাদেশের মানচিত্র খচিত ও ১০০ টাকার নোটে তারা মসজিদ খচিত ছিল। এর নকশাকার ছিলেন কে.জি মুস্তাফা ৷
গোদ রোগ এক প্রকার পরজীবী ঘটিত রোগ। এটি ক্রান্তীয় অঞ্চলের সংক্রামক রোগ। যা সূতার মতো এক জাতের গোলকৃমি (ফাইলেরিয়া কৃমি) দ্বারা সংঘটিত হয়।
-মানুষের শরীরে মেলানিন নামে এক ধরনের পিগমেন্ট থাকে।
-এই মেলানিন পিগমেন্টের ধরন ও পরিমাণের উপর মানুষের গায়ের রং নির্ভর করে। মানুষের শরীরে মেলানিনের পরিমাণ বেশি থাকলে গায়ের রং কালো হয় আর মেলানিন কম থাকলে গায়ের রং ফর্সা হয়।
১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেন হাওয়ার পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং বিভিন্ন পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করলে জাতিসংঘের অধীনে স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে ১৯৫৭ সালের ২৯ জুলাই International Atomic Energy Agency (IAEA) প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে উৎসাহিত করার কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে সংস্থাটি নোবেল পুরস্কার লাভ করে।
ব্যাকটেরিয়া মূলত একটি আদি নিউক্লিয়াস বিশিষ্ট এককোষী জীব। এরা প্রধানত গোলাকার, লম্বা বা প্যাঁচানো আকৃতির। ১৬৭৫ সালে ওলন্দাজ বিজ্ঞানী এন্টনি ভন লিউয়েন হুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। এ জন্য তাকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়।
ভিটামিন ‘ডি’ এর অভাবে শিশুদের রিকেটস্ ও বড়দের অস্টিওপোরোসিস রোগ হয়।

মনেকরি, সংখ্যাটি = x

প্রশ্নমতে, 4x + ১০ =  ৫x - ৫

⇒8x - x = - ৫ - ১০

⇒-x = -১৫

⇒ x = ১৫

 

এখানে,

১৬ - ৬ = ১০

২৪ - ১৪ = ১০

৩৬ - ২৬ = ১০

.: ২×২×২×৩ × ২ × ৩ = ১৪৪

তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১৪৪ - ১০ = ১৩৪

 

১২ জনে আয় করে ৩ দিনে
১ জনে আয় করে ৩×১২ দিনে
১ জনে আয় করে ৩×১২/৯ দিনে = ৪ দিনে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

স্রোতের অনুকূলে, লঞ্চের গতিবেগ

(১৫ + ৫) কি.মি./ঘ. = ২০ কি.মি. / ঘণ্টা

৩০ কি.মি. পথ যেতে প্রয়োজনীয় সময় = ৩০/২০ = ৩/২ ঘণ্টা

স্রোতের প্রতিকূলে,

লঞ্চের গতিবেগ = (১৫ – ৫) কি.মি.

= ১০ কি.মি. / ঘণ্টা

৩০কি.মি. ফিরে আসতে প্রয়োজনীয় সময় = ৩০/১০ ঘণ্টা = ৩ ঘণ্টা

নির্ণেয় সময় = (৩/২+৩) = ৯/২ = ৪.৫ ঘণ্টা


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0