২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দেশ?
Solution
Correct Answer: Option C
বিশ্বকাপে ক্রিকেট ২০২৩-
- আয়োজনের দিক থেকে এটি হচ্ছে বিশ্বকাপের ১৩তম আসর ।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হয় ৫ অক্টোবর ২০২৩; ইল্যান্ড ও নিউজিল্যান্ড (নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদ)
- বিশ্বকাপের সময়কাল ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ২০২৩ ।
- বিশ্বকাপের স্বাগতিক ভারত ।
- অংশ গ্রহণকারী দেশ ১০টি । মোট ভেন্যু ১০টি । ম্যাচ ৪৮টি ।
- বিশ্বকাপের ফাইনাল ম্যাচঃ ১৯ নভেম্বর ২০২৩ (নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদ) ।
- ২ এপ্রিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ লোগো উন্মোচন করা হয় ।
- লোগোর নাম দেওয়া হয়, নাভারাসা । সংস্কৃতিতে নাভা শব্দের অর্থ,৯। আর রাসা অর্থ আবেগ ।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি।
- তিনি টুর্নামেন্টে ১১ ম্যাচে ১৩৭.২৭ গড়ে ৭৬৫ রান করেন, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।
- তিনি ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান করেন।
- এ বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে (৬ষ্ঠ বার)। তারা ফাইনালে ভারতের বিরুদ্ধে ৬ উইকেটের ব্যবধানে জয়লাভ করে।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।