'ভাণ্ডারী ' কোন অঞ্চলের লোকগান?
A রংপুর
B সিলেট
C চট্রগ্রাম
D ময়মনসিংহ
Solution
Correct Answer: Option C
মাইজভান্ডারী গান মাইজভান্ডারী ধারার অনুসারীদের গাওয়া মরমী গান। এ ধারার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী। মাইজভান্ডার দরবার শরীফ বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার গ্রামে অবস্থিত।