Solution
Correct Answer: Option D
'I Am Malala' (আমি মালালা) পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইয়ের আত্মজীবনী।
- বইটির পুরো নাম হলো 'আমি মালালা: যে মেয়ে শিক্ষার জন্য রুখে দাঁড়িয়েছিল এবং তালেবানের হাতে গুলিবিদ্ধ হয়েছিল' ('I Am Malala: The Story of the Girl Who Stood Up for Education and was Shot by the Taliban')। এটি ব্রিটিশ সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্বের সাথে যৌথভাবে লিখেছেন মালালা।
- এই বইটিতে মালালা নিজের জীবন, পাকিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে তার সংগ্রাম এবং তালেবানদের দ্বারা আক্রান্ত হওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ২০১৩ সালে প্রকাশিত হওয়ার পর বইটি বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং বিভিন্ন পুরস্কার লাভ করে।