এই নিয়ম অনুযায়ী দুটো সমীকরণকে এমনভাবে গুণ করতে হবে যাতে পরবর্তীতে যোগ/বিয়োগের মাধ্যমে x বা y কে কেটে বাদ দেয়া যায় ।
(i) নং হতে, 3x - 7y = -10 .............(iii)
(ii) নং হতে, -2x+y = 3 ................(iv)
এখন, (iii) নং কে 1 এবং (iv) নং কে 7 দ্বারা গুণকরে পাই
3x - 7y = -10
-14x + 7y = 21
[(+)করে] -11x = 11
=> x = -1
এখন, x এর মান (iv) নং এ বসিয়ে পাই
-2 (-1) + y = 3
=> 2+y = 3
=> y = 1