Correct Answer: Option B
সঠিক বানান হচ্ছে - প্রত্যুদ্গমন। কিন্তু 'দ' এর নিচে (্ - হসন্ত) বসবে। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্গমন
এই শব্দটিতে একাধিকবার সন্ধিজাত পরিবর্তন ঘটে। শব্দটির গঠন মূলত (প্রতি + উৎ + গমন = প্রত্যুদগমন)। এখানে ঘটা পরিবর্তনগুলো এইরূপ যে, প্রথমে (উৎ + গমন = উদ্গমন/উদগমন), পরবর্তীতে (প্রতি + উদ্গমন = প্রত্যুদ্গমন)। সুতরাং সঠিক বানান প্রত্যুদ্গমন। তবে শব্দটিকে প্রত্যুদগমনও লেখা যেতে পারে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions