বার্ষিক ৬% সরল সুদে ৫ বছরে পর কোনো টাকার সুদ ৯০০ টাকা হলে, আসল কত টাকা হবে?
A ২৯০০
B ৩০০০
C ৩১০০
D ৩২০০
Solution
Correct Answer: Option B
আমরা জানি, I=Pnr
এখানে,
আসল p = ?
সময় n = ৫ বছর
মুনাফার হার r =৬% বা টাকা।
মুনাফা I = ৯০০ টাকা
তাহলে,
=> ৯০০ = P × ৫ × ৬/১০০
=> (৯০০ × ১০০)/(৫ × ৬)= P
=> ৩০০০=P
∴ P = ৩০০০ টাকা