স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ৮ কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ওই নৌকার গতিবেগ ৫ কিলোমিটার হলে স্রোতের গতি ও স্রোতের অনুকূলে ওই নৌকার গতিবেগ কত
A ১২ কি.মি
B ১১ কি.মি
C ৫ কি.মি
D ৩ কি.মি
Solution
Correct Answer: Option B
এখানে স্থির গতি = ৮ কিলোমিটার, প্রতিকুল গতি = ৫ কিলোমিটার
প্রথমে, স্রোতের গতি= স্থির গতি - প্রতিকুল গতি = ৮-৫=৩ কিলোমিটার
এখন, অনুকুল গতি = স্থির গতি + স্রোতের গতি = ৮ + ৩ =১১ কিলোমিটার