চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাতি আমের অন্য নাম কোনটি? 

A কাঞ্চনভোগ

B হিমসাগর 

C গোপালভোগ

D বারীআম-৫

Solution

Correct Answer: Option B

কয়েকটি আম জাত হলোঃ 
- মহানন্দা
- আম্রপালি
- হিমসাগর বা ক্ষীরসাপাত
- বান্দিগুড়ি
- গৌরমতি
- ফজলি
- ল্যাংড়া
- হাড়িভাঙ্গা
- মোহনভোগ
উচ্চফলনশীল নতুন ৩ জাতের আম অবমুক্তে করেছে-২০১৮ সালেঃ বারি-১৫, বারি-১৬ ও বারি-১৭ নামের আম তিনটি নাবি জাতের। সবগুলোই আধা কেজির বেশি ওজন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions