নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার কোনটি ?
Solution
Correct Answer: Option D
• কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোন না কোন পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা জ্ঞাপন করে ,এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে ।
যেমন -একবচনে -টি (ছোটটি ) ,টা (টাকাটা) ,খানি (বইখানি ) ।
• নিরর্থকভাবেও নির্দেশক টা, টি-র ব্যবহার লক্ষণীয়।
যেমন -
- সারাটি সকাল তোমার আশায় বসে আছি।
- বিকালটা সুন্দর।
- ন্যাকামিটা এখন রাখ।