স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক- (০৭-১২-২০১৮) (67 টি প্রশ্ন )
ল্যাকটোজ হল দুধের প্রধান শর্করা। এটি একটি ডাইস্যাকারাইড, যা দুটি মনোস্যাকারাইড, গ্লুকোজ এবং গ্যালাকটোজ দ্বারা গঠিত। ল্যাকটোজ দুধের স্বাদের জন্য দায়ী এবং এটি একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।

NASA - National Aeronautics and Space Administration

প্রতিষ্ঠিত হয়ঃ জুলাই ২৯, ১৯৫৮ সালে।

প্রধান কার্যালয়ঃ ওয়াশিংটন, ডি.সি.।


- ,পূর্ব পাকিস্থানের স্বাধিকার প্রশ্ন ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয় ।
- উক্ত সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্থানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্মিলিত ৬ দফাভিত্তিক ঘোষণা উথাপন বা পেশ করেন ।
- এটাই ইতিহাসে 'ছয় দফা কর্মসূচি' নামে পরিচিত । 'ছয় দফা' কে বাঙালীর 'মুক্তির সনদ' বলা হয় ।
-১৯৩৪ সালে মুক্তিপ্রাপ্ত 'ধ্রুব' চলচ্চিত্রের একাধারে পরিচালক, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
-এ চলচ্চিত্রে তিনি নারদের ভূমিকায় অভিনয় করেন ।
বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল কমনওইয়েলথের ৩২তম সদস্যপদ লাভ করে । ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর ন্যাম এবং ১৯৭৪ সালে জাতিসংঘ, ওআইসি ও আইডিবির সদস্যপদ লাভ করে বাংলাদেশ । আর ১৯৬৫ সালে লাভ করে আল কুদস কমিটি ও আন্তর্জাতিক পর্যটন সংস্থার সদস্যপদ ।
'কালান্তর' (১৯৩৭) রবীন্দ্রনাথ ঠাকুর লেখা ভারতবর্ষীয় রাজনৈতিক সমস্যাবিষয়ক বিভিন্ন প্রবন্ধের সংকলন । এ গ্রন্থের 'সভ্যতার সংকট' প্রবন্ধে রবীদন্দ্রনাথ লিখেছেন : 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ ।'
১৯৭১ সালের ৩ মার্চ ঢাকার পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের এক সভায় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় । ইশতেহার পাঠ করনে তৎকালীন ছাত্রনেতা শাজাহান সিরাজ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে বিশাল জনসভায় তাকে বাংলাদেশের 'জাতির জনক' বলে ঘোষনা করা হয় ।
UNESCO সুন্দরবনকে 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর ১৯৯৭ । সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকায় ৭৯৮ তম । সুন্দরবন পৃথিবীর একক বৃহতম ম্যানগ্রোভ বন ।
আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানের মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৫৭ সালের ৭ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার সন্তোষে 'কাগমারী সম্মেলন' অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন আব্দুল খান ভাসানী । এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে জানুয়ারি ১৯৬৮ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ।
-আর এ মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ ।
-বঙ্গবন্ধুসহ এ মামলার আসামি ছিলেন ৩৫ জন ।
মাশরুম এক ধরণের ফাংগাস । মাশরুম ব্যাঙের ছাতা নামে পরিচিত । Agaricus গণভূক্ত ছত্রাকেরা মাংসল ছত্রাক নামে পরিচিত । Agaricus একটি মৃতজীবী ছত্রাক ।
'ম্যালেরিয়া' শব্দটি ইতালীয় ভাষা থেকে আগত । ইতালীয় শব্দ Mala অর্থ খারাপ বা দূষিত, Aria অর্থ বাতাস । অর্থ্যাৎ ম্যালেরিয়া ( Malaria ) শব্দের অর্থ দূষিত বাতাস । ম্যালেরিয়া জীবাণু হলো এককোষী আণুবীক্ষণিক পরজীবী । সর্বপ্রথম 'ম্যালেরিয়া' শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানী টর্টি ( ১৭৫৩ ) ।
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস । ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস । যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিন আফ্রিকা প্রভৃতি দেশে ২৬ ডিসেম্বর বক্সিং দে পালিত হয় । আর ২৬ জুন হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ।
বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠা হয় ১৯৪৪ সালে । বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় ২৫ জুন ১৯৪৬। বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডিসি।
- বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ৫ টি। যথা- IBRD, IDA, IFC, ICSID, MIGA।
ইন্টারপোল একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা । এটির নামকরন করা হয়েছে International- এর Inter এবং Police- এর Pol নিয়ে । ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে । Interpol- এর পূর্ণরুপ International Criminal Police Organization । এর সদর দপ্তর অবস্থিত লিও ( ফ্রান্স ) ।
'টিপাইমুখ বাঁধ' বাংলাদেশ-ভারত সিমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের মণিপুর রাজ্যের 'বরাক' ন্দীর ওপর নির্মিতব্য একটি বাঁধ । টিপাইমুখ গ্রামে অবস্থিত বরাক এবং 'তুইভাই' ন্দীর মিলনস্থলের ১ হাজার ৬০০ ফুট দূরে বরাক নদীতে ৫০০ ফুট উঁচু ও ১ হাজার ৬০০ ফুট একটি বাঁধ টিপাইমুখ । বাংলাদেশ শুরু থেকেই এ বাঁধ নির্মাণের বিরোধিতা করে আসছে ।
দক্ষিণ এশিয়ায় অবস্থিত এশিয়ার ক্ষুদ্রতম দ্বীপ-দেশ মালদ্বীপ ভারত মহাসাগরের উত্তরে আরব সাগরে অবস্থিত ।
গ্রিসকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার । প্রাচীন গ্রিসের এথেন্সে গণতন্ত্রের সূচনা হয় । তবে, প্রথম দিকে এথেন্সে ছিল রাজতন্ত্র । কাল্ক্রমে পেরিক্লিস যুগে এথেন্স একটি চূড়ান্ত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে । প্রাচীন সভ্যতার ইতিহাসে একমাত্র গ্রিকরাই এথেন্সে পোলিশ বা নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে তুলেছিল ।
বায়ুমণ্ডলে মিথেন উপাদানটি সবচেয়ে কম । বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ ০.০০০০২% । অন্যদিকে ওজোন, হাইড্রোজেন ও কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ যথাক্রমে ০.০০১%, ০.০০০০৫% ও ০.০৩%, ওজোন ০.০০০০৪% । এই অনুসারে ওজোন কম হওয়ার কথা, কিন্তু যত উপরের দিকে যাবে ততো 'ওজোন' এর পরিমাণ বাড়তে থাকবে, তাই এটা হিসাবে আনা যাবে না।

Source: britannica.com/science/chemical-element/The-atmosphere

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পানির ঘনত্ব সবচেয়ে বেশি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় । অর্থ্যাৎ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়তন সবচেয়ে কম । 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা কমালে বা বাড়ালে পানির আয়তন বৃদ্ধি পায় অর্থ্যাৎ ঘনত্ব বাড়ে । এই ধরনের প্রসারনের জন্য পানির প্রসারণকে ব্যাতিক্রমধর্মী প্রসারণ বলে ।
ধরি, x যোগ করতে হবে । 

∴ 3 + x/5 + x = 4/5 

=> 15 + 5x = 20 + 4x 

∴ x =5
দুটি সংখ্যা গুণফল =  সংখ্যা দুটির ল,সা,গু × গ,সা,গু . 

একটি সংখ্যা 275 

অপর সংখ্যাটি = (7700 × 11)/275 = 308
x2 - x - 2 
 
= x2 - 2x + x - 2 

= x(x-2) + 1 (x-2) 

= (x-2) (x+1)
a + 3 + 1/a =0 

=> a + 1/a = -3 

∴ a3 + 1/a3 = ( a + 1/a )3 - 3 . a. 1/a ( a + 1/a ) 

                  = (-3)3 - 3.(-3) 
    
                  = -27 + 9 
 
                  = -18 
ad - (a + b/2)2 -( a -b/2)2

 = (5/2)2 - (3/2)2 

 = 25/4 - 9/4
 
 = 4
x4-x2-1 = 0 

=> x4 - 1 =x2 

=> x4-1/x2=1

=>x2-1/x2=1
3×0.3÷2

= 3×0.3×1/2 

=9/2×10 

= 0.45

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,

অতিভূজ = লম্ব + ভূমি

এখানে, ১৭ = ২৮৯

এবং, ১৫ + ৮ = ২৮৯

সুতরাং, ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ ।
ধরি,
৪০০০ টাকায় বিক্রি করলে x টাকা ক্ষতি হয় ।
ক্রয়মূল্য = (৪০০০ + x ) টাকা

৫০০০ টাকায় বিক্রয় করার লাভ হয় = (x এর ২০০/৩×১০০) টাকা 

                                            = ২x/৩ টাকা 

∴ ক্রয়মূল্য = ৫০০০-২x/৩ 

প্রশ্নমতে, 

৪০০০ + x = ৫০০০-২x/৩  

=> x + ২x/৩ = ৫০০০-৪০০০ 

=> ৩x+২x/৩ = ১০০০ 

=>৫x = ৩০০০ 

∴ x = ৬০০ 

ক্রয়মূল্য = ৪০০০+৬০০=৪৬০০ টাকা ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি,

১/২ এর x% হলো ৩/৪

১/২ এর x/১০০ = ৩/৪

=> x/২০০ = ৩/৪

=> x = ৩ × ২০০/৪ 

∴x = ১৫০ 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0