'হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন' কবিতাংশটি কোন ছন্দে লেখা?

A মাত্রাবৃত্ত

B স্বরবৃত্ত

C অক্ষরবৃত্ত

D লৌকিক ছন্দ

Solution

Correct Answer: Option C

- এই চরণটি মাইকেল মধুসূদন দত্তের 'কপোতাক্ষ নদ' কবিতা থেকে নেওয়া হয়েছে, যা একটি সনেট।
- মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, যা অক্ষরবৃত্ত ছন্দেরই একটি রূপ।
- অক্ষরবৃত্ত ছন্দে প্রতিটি চরণে সাধারণত ১৪টি অক্ষর বা মাত্রা থাকে, যা ৮+৬ মাত্রার দুটি পর্বে বিভক্ত থাকে।
- এই চরণটিও সেই গঠন অনুসরণ করে, তাই এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions