দুর্নীতি দমন কমিশন (সহকারী পরিচালক) -২০২০ (২৮.০২.২০২০) (95 টি প্রশ্ন )
'ত্রিণয়ন' বানানের শুদ্ধ্রুপ 'ত্রিনয়ন' । ত্রিনয়ন সমাসবদ্ধ শব্দ ।সমাসবদ্ধ শব্দে সাধারণত ণত্ব বিধান খাটে না।এরুপ ক্ষেত্রে ন হয়। যেমন- দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, ত্রিনয়ন, সর্বনাম ইত্যাদি। 
পানিতে ক্যালসিয়ামের দ্রবণকে বলা হয় লাইম ওয়াটার ।পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্টকে বলে মিল্ক অব লাইম।
সূর্য আমাদের জীবনে অত্যাবশ্যকীয় বিষয় ।কিন্তু পদার্থ হিসেবে অপশনে শুধু লবণ আছে। অন্যগুলো পদার্থ নয় ।তাই উত্তর লবণ হবে।
বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র এমিটার ।ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব মাপক যন্ত্র গ্যাল্ভানোমিটার।বৈদ্যুতিক বিভব্বা চাপ মাপক যন্ত্র ভোল্টমিটার ।
ক্লোরোফিল বিহীন ,অসবুজ ,সালোকসংশ্লেষণ অক্ষম অপুষ্পক উদ্ভিদকে ছত্রাক বলে।
- লেবু গাছ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ।
- গুল্ম স্থায়ী কাণ্ডবিশিষ্ট উদ্ভিদ।
- বৃক্ষের সাথে এর প্রধান পার্থক্য হলো এর একাধিক কাণ্ড, কম উচ্চতা এবং আকারে ছোট। জবা, রঙ্গন, মরিচ, গোলাপ, লেবু ইত্যাদি গুল্ম জাতীয় উদ্ভিদ।
লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বিক্ষেপণ সবচেয়ে কম।তাই লাল রঙ বেশি দূর থেকে দেখা যায়।
সেলুলোজ উদ্ভিদের একটি প্রধান গাঠনিক পদার্থ ।উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত ।
⇒ উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানি শোষণ করে অভিস্রবণ (Osmosis) প্রক্রিয়ায়।
- অভিস্রবণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আধাপারগম্য ঝিল্লির মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে পানি স্থানান্তরিত হয়।
- উদ্ভিদের মূলরোম মাটির পানিকে এই প্রক্রিয়ায় শোষণ করে কোষের ভিতরে নেয়, ফলে উদ্ভিদ প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ সংগ্রহ করতে পারে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার যন্ত্রের নাম পেরিস্কোপ।
রম্বসের ক্ষেত্রফল =১/২ ×কর্নদ্বয়ের গুনফল
                      =১/২×(৪০× ৬০)
                      =১২০০ ব সে মি
ধরি,বর্গের একবাহু = xএকক
অতএব,বর্গের ক্ষেত্রফল = x2 বর্গ একক
৫০% বৃদ্ধি পাওয়ায় বাহুর দৈর্ঘ্য হয় x এর ৫০% =x/২
অতএব নতুন দৈর্ঘ্য ={x+(x/২)}একক = ৩x/২ একক 
অতএব দৈর্ঘ্যের ক্ষেত্রফল =(৩x/২)=৯x/৪ বর্গএকক
ক্ষেত্রফল বৃদ্ধি =৯/৪x - x=৫x/৪ বর্গএকক
শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি ={(৫x/৪)( ১০০/ x)}%=১২৫%
2(ab+bc+ca)=(a+b+c)2-(a2+b2+c2)
or,ab+bc+ca=(352 -825)/2=400/2
অতএব,ab+bc+ca=200
৯,    ৩৬,    ৮১,    ১৪৪ ,.........
    ৬    ৯      ১২২        ১৫ =২২৫
ক্রমিক বর্গসংখ্যার সমষ্টি 
={n(n+১)( ২n+১)}/৬
 ={৫০(৫০+১) (২×৫০+১)}/৬
 =(৫০×৫১ ×১০১) /৬
= ৪২৯২৫


০.১০০>০.০৯>০.০০৯৯>০.০০৯
৬০ সেকেন্ডে ঘুরে =৯০ বার
অতএব ১ সেকেন্ডে ঘুরে ৯০/৬০ বার =৩/২
চাকাটি একবার ঘুরে অতিক্রম করে ৩৬০º
অতএব চাকাটি ৩/২ বার ঘুরে অতিক্রম করে ৩৬০º ×(৩/২) =৫৪০º
ধরি, প্রস্থ x মি এবং দৈর্ঘ্য =(x+৪)মিটার
প্রশ্নমতে . ২(x+৪+x)=৩২
বা,   ২x+৪=১৬
বা, ২x =১২
বা, x=৬
অতএব প্রস্থ =৬ মিটার  এবং দৈর্ঘ্য =(৬+৪)=১০ মি
অতএব ক্ষেত্রফল =(১০×৬)মি=৬০ বর্গমিটার
ধরি,সমকোণী ত্রিভুজটির সূক্ষকোণদ্বয়  x এবং x+২০
x+x+২০ =৯০º
 বা,২x=৯০º-২০º
  বা,২x=৭০º
অতএব x= ৩৫º

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
অবশিষ্ট সম্পদ =১০০%-(১২+৫৮)% =৩০%
অতএব ৩০% সম্পদের মূল্য =৪,৮০,০০০ টাকা
অতএব ৫৮% সম্পদের মূল্য =(৪,৮০,০০০× ৫৮)/৩০ =৯,২৮,০০০ টাকা
কম্পিউটারের প্রযুক্তিগত বিবর্তনকে বলে কম্পিউটার প্রজন্ম ।চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য হলো মাইক্রোপ্রসেসর ব্যবহার।
কম্পিউটারে ইনপুট প্রদানের জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় ,তাদেরকে বলা হয় ইনপুট ডিভাইসের উদাহরণ । প্রিন্টার হলো বহুল ব্যবহিত আউটপুট ডিভাইস।
CPU এর পূর্নরুপ হলো Central Processing Unit . অন্যদিকে কম্পিউটারের যাবতীয় অথ্য সংরক্ষণ করার আধারকে Disc বলে।
ক্লায়েন্ট কম্পিউটার হলো নেটওয়ার্কের প্রান্তিক ইউজার কর্তৃক ব্যবহ্নত কম্পিউটার ,যারা নেটওয়ার্কের বিভিন্ন রিসোর্স ব্যবহার করে।
আধুনিক কম্পিউটার ব্যবস্থায় একজন ইন্টারনেট ব্যবহারকারি অনেক রিসোর্স ক্রয় না করেও তা ব্যবহার করতে পারে। এক্ষেত্রে কোনো বিশেষ প্রতিষ্ঠান সুবিধাগুলো Network এর মাধ্যমে এবং স্বল্প মূল্যে সরাবরাহ করে এবং চাহিদা মোতাবেক সেবা দেয়। এভাবে নেটওয়ার্ক ব্যবস্থায় শেয়ারিং এর মাধ্যমে সুবিধা পাওয়া যায় , Cloud Computing তাকে বলে ।
২০১৯ সালে নিরাপদ নগরী সূচকে শ্রেষ্ঠ নগরী হলো জাপানের রাজধানী টোকিও ।এক্ষেত্রে ঢাকার অবস্থান ৫৬তম ।
পূর্ব ইউরোপের কয়েকটি দেশের পশ্চিম ইউরোপে গমনাগমনের জন্য ভিয়েনা শহরকেই ব্যবহার করা হয়।
পরবর্তি ১৩তম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সালের অক্টোবর ও নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে।
নান্দনিক সৌন্দর্য ,অনেক সংখ্যক রোমান্টিক রেস্টুরেন্ট ,যাদুকরি সব গঠন বিন্যাস এবং আঠার শতকের মাঝামাঝিতেই সড়ক বাতি স্থাপনের জন্য ফ্রান্সের রাজশাহি প্যারিস শহর 'City of Love & Light' নামে বিশ্বব্যাপী বিখ্যাত ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Wall street নিউইয়র্ক সিটির ম্যনহাটন বারৌ -এর একটি বিখ্যাত সড়ক ।বিশ্ববিখ্যাত শেয়ার মার্কেট 'নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ' এ সড়কে অবস্থিত।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0