পোস্টাল অপারেটর -২০১৯ (64 টি প্রশ্ন )
-১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন। -আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে ২৩ মার্চ।
-পরবর্তীকালে এই ৬ দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার করা হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতোই গুরুত্বপূর্ণ যে একে ম্যাগনা কার্টা বা বাঙালির মুক্তির সনদও বলা হয়।
-১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা, নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ ১১ জন বাঙালি শহীদ হন।
- প্রতি বছর ৭ই জুন বাংলাদেশে '৬ দফা দিবস' পালন করা হয়।
বিশ্ব জনসংখ্যা সম্ভবনা রিপোর্টঃ
প্রকাশঃ জুলাই ২০২২,
প্রকাশকঃ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ
শিরোনামঃ World Population Prospects 2022

প্রতিবেদন অনুযায়ীঃ
জনসংখ্যার শীর্ষ দেশঃ চীন
দ্বিতীয়ঃ ভারত,
অষ্টমঃ বাংলাদেশ

ঘনত্বের দিক দিয়ে /প্রতি বর্গ কিমিঃ
প্রথমঃ মোনাকা (২৪,৪৬৭)
দ্বিতীয়ঃ সিঙ্গাপুর (৮,৭৪৯)
৬ষ্ঠঃ বাংলাদেশ (১,৩১৫)

বাংলাদেশ সংবিধানের চতুর্দশ সংশোধনীতে সংবিধানের ৬৫(৩) নং অনুচ্ছেদে সংশোধন করে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পূর্বের ৩০ টি থেকে ৪৫ টিতে উন্নীত করে তা ১০ বছরের জন্য সংরক্ষিত বিধান রাখা হয়। এবং ৩০ জুন ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৫০ টি করা হয়। 




বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে প্রথমবারের মত বাংলায় ভাষণ দেন। তারিখ ছিল- ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

 - সম্রাট জালালউদ্দিন আকবরে সময়কাল ছিল ১৫৫৬-১৬০৫ খ্রিস্টাব্দ। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। 
 - তাকে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলা। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন।
 - তিনি ১৫৭৬ সালে বাংলা বিজয় করেন। তাঁর সময়ে সমগ্র বঙ্গ দেশ ‘সুবহ-ই-বাঙ্গালাহ’ নামে পরিচিত ছিল।
 - তিনি বাংলা সনের প্রবর্তক ছিলেন। বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেন। 
 - তিনি ‘অমৃতসর স্বর্ণমন্দির’, ‘বুলন্দ দরওয়াজ’ নির্মাণ করেন।
 - ‘জিজিয়া কর’ ও ‘তীর্থ কর’ স্থগিত করেন সম্রাট আকবর।
 - তিনি মনসবদারী প্রথার প্রচলন করেন,  ‘মনসবদারি প্রথা’ হলে সেনাবাহিনী সংস্কার পরিকল্পনা
 - তিনি দীন-ই-ইলাহী নামে একেশ্বরবাদ ধর্মমত প্রচলন করেন যার অনুসারী ছিলেন ১৭ (মতান্তরে ১৯ জন) জন।
 - বাংলায় বার ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে আকবরের আমলে।
 - সম্রাট আকবরের রাজস্বমন্ত্রী ছিলেন— টোডরমল
 - সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন
 - আকবরের সমাধি হল সেকেন্দ্রায়।


 কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি চিত্রকর হামিদুর রহমান। তিনি ১৯২৮৪ সালে পুরনো ঢাকার এক সূড়ান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে তিনি একুশে পদকে পুরস্কারে ভূষিত হন। 
 বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, মিনারটির স্থপতি রবিউল হুসাইন। উচ্চতা ৭১ ফুট।
 
 বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপকার বা ডিজাইনার হলেন কামরুল হাসান। 

ক্ষেত্রফল, πr^২ = ১৬ .........(i) 

     পরিধি, ২πr = ৮ ............(ii) 

(i) নং + (ii) নং সমীকরণ => r/২ = ২ 

                                 => r = ৪ 

       ব্যাসার্ধ ৪ মিটার । 


৬০ সেকেন্ড ঘুরে ১২ বার 

 ৫    "        "  (১২×৫)/৬০ " 

                  = ১ বার 

 চাকা ১ বার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে অর্থাৎ ৩৬০^o ঘুরবে । 


মনে করি, 

  ছোট বর্গের বাহুর দৈর্ঘ্য = a 

   বড়   "      "     "  = 8a 

   বড় বর্গের ক্ষেত্রফল/ছোট বর্গের ক্ষেত্রফল = (8a)^২/a^২ = ১৬a^২/a^২ = ১৬ 

   


           ৮৬৫৫ | ৯৩ 

           ৮১      | 

 ১৮৩  |  ৫৫৫ 

         |  ৫৪৯          

                ৬ 

   ৮৬৫৫ থেকে ৬ বিয়োগ করলে পূর্ণ বর্গসংখ্যা হবে । 

              

 


 9a3b2c2 = 3 × 3 × a × a × a × b × b × c × c 

9a2b2c2 = 3 × 3 × a × a × b × b × c × c 

12a3bc = 3 × 2 × 2 × a × a × b × c 

15ab2c3 = 3 × 5 × a × b × b × c × c × c 

      উপরোক্ত রাশিসমূহের গ. সা. গু. = 3abc 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

C U D = {৩, ৪, ৫} U {৪, ৬, ৮} 

         = {৩, ৪, ৫, ৬, ৮} 


মনে করি, সংখ্যাটি x এর ০.৫% = ২.৫  

           => x × ০.৫/১০০ = ২.৫ 

           => x = ২.৫×১০০/০.৫ = ৫০০ 


 ΔABC এ ∠C = ১৮০^o - (∠B+∠A) 

                  = ১৮০^o - (৭০^o+৪০^o)

                  = ১৮০^o - ১১০^o 

                  = ৭০^o 

  ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ ∠B = ∠C = ৭০^o  


মোট খেলা = ৬c⌄২ = ৬!/২!(৬-২)! 

                          = ৬×৫×৪!/২×১×৪! 

                          = ১৫টি 


 

 Sin ৩০^o = AC/AB 

=> AB = AC/sin ৩০^o 

=> AB = ৫৫/০.৫ 

      AB = ১১০ 

 অর্থাৎ সুতার দৈর্ঘ্য ১১০ মিটার । 


বাকি অংশ = (১ - ৩/৫) = ২/৫ অংশ 

 ৩/৫ অংশ পূরণ হতে সময় লাগে ৭ ঘন্টা বা ৪২০ মি 

   ১     "     "      "     "      " ৪২০×৫/৩  " 

 ২/৫  "     "      "      "  ৪২০×৫/৩×২/৫  " 

                             = ২৮০ মি. 

                             = ৪ ঘন্টা ঃ ৪০ মিনিট 


সুদ = ৬০০×৫×(৫/১০০) = ১৫০ 

 সুদ-আসল = সুদ + আসল = ১৫০+৬০০ = ৭৫০ টাকা 


 ৩| ৩, ৫, ৬     

      ১, ৫, ২ 

  ৩, ৫, ৬ এর ল. সা. গু. = ৩×৫×২ = ৩০  

   সংখ্যাটি হবে = ৩০+১ = ৩১ 


  x2-x-2 

= x^2 - 2x + x - 2 

= x(x-2) + 1 (x-2) 

= (x-2) (x+1) 


a-b = √(a+b)^2 - 4ab 

      = √(2)^2 - 4.1 

      = √4 - 4 

      = 0 

  a - b = 0 

   => a = b ............(i) 

       a + b = 2 ...........(ii) 

           ab = 1 ...........(iii) 

 (i) এবং (ii) থেকে পাই, a+a = 2 

                             => 2a = 2 

                             =>  a = 1 

 a এর মান (iii) নং সমীকরণ বসাই 1.b = 1 

                                         => b = 1 

      a = 1, b = 1 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

একটি মুদ্রাকে পরপর দুইবার নিক্ষেপ করলে নমুনাক্ষেত্র = (HH, HT, TH, TT) 

 উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা = ১/৪ 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0