২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪……. ধারাটির পরের সংখ্যা কত?
Solution
Correct Answer: Option B
প্রদত্ত ধারাটির যেকোনো পদ নিকটতম পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান।
তৃতীয় পদ = দ্বিতীয় পদ + প্রথম পদ = ২ + ১ = ৩
চতুর্থ পদ = তৃতায় পদ + দ্বিতীয় পদ = ৩ + ২ = ৫
……………………….
নবম পদ = অষ্টম পদ + সপ্তম পদ = ৩৪ + ২১ = ৫৫