‘আগে প্রতি বছর এখানে খেলা হতো’ বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করছে?
A নিত্যবৃত্ত অতীত
B পুরাঘটিত অতীত
C ঘটনার অতীত
D সাধারণ অতীত
Solution
Correct Answer: Option A
অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্থতা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে । যেমন- আগে প্রতি বছর এখানে খেলা হতো; আগে তিনি নিয়মিত ব্যায়াম করতেন ।