Which planet is the hottest in the solar system?
Solution
Correct Answer: Option A
সৌরজগতের তাপমাত্রা:
- প্রতিটি গ্রহের গড় তাপমাত্রা সূর্যের দূরত্বের উপর নির্ভর করে; অর্থাৎ, যত বেশি দূরে থাকবে, তত বেশি শীতল হবে।
- শুক্র হল সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উষ্ণতম গ্রহ।
- শুক্রের সূর্যের চারদিকে ঘুরতে ২২৫ দিন সময় লাগে।
- সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় ১০.৮ কোটি কিলোমিটার, এবং পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র।
উল্লেখ্য, শুক্রের কোনো উপগ্রহ নেই।
সৌরজগতের গ্রহগুলির গড় তাপমাত্রা:
- বুধ: ১৬৭° সেলসিয়াস
- শুক্র: ৪৬৪° সেলসিয়াস
- পৃথিবী: ১৫° সেলসিয়াস
- মঙ্গল: -৬৫° সেলসিয়াস
- বৃহস্পতি: -১১০° সেলসিয়াস
- শনি: -১৪০° সেলসিয়াস
- ইউরেনাস: -১৯৫° সেলসিয়াস
- নেপচুন: -২০০° সেলসিয়াস