আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?

A হিটলার

B নাদির শাহ

C বিসমার্ক

D টম মুলার

Solution

Correct Answer: Option C

- অটোভন বিসমার্ক ১৮৬২ সালে প্রশিয়ার (বর্তমান জার্মানি) প্রধানমন্ত্রী ও ১৮৭১ সালে চ্যান্সেলর নিযুক্ত হয়ে সামরিক শক্তিপ্রয়োগ তথা যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানির ঐক্য গড়তে সচেষ্ট হন।
- এটি পলিসি অব ব্লাড অ্যান্ড আয়রন নামে পরিচিত।
- তাকে আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা বলা হয়। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions