বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
A সেক শুভোদয়া
B মঙ্গল সমাচার
C মিলন (মিশন) সমাচার
D কৃপার শাস্ত্রের অর্থভেদ
Solution
Correct Answer: Option B
- ১৮০০ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত মথি রচিত 'মিশন সমাচার' হলো বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ।
- বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ মনোএল দ্য আসসুম্পসাঁও রচিত রোমান লিপিতে লেখা ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ।
- বাংলা সাহিত্যের অন্ধকার যুগে রাজা লক্ষ্মণ সেনের সভাকবি হলায়ুধ মিশ্র সংস্কৃত ভাষায় গদ্য পদ্যে (চম্পুকাব্য) ২৫টি অধ্যায়ে 'সেক শুভোদয়া" রচনা করেন।