মিনার ৬ টি কলম আছে যার প্রতিটির মূল্য ২৫ টাকার বেশি কিন্তু ৩০ টাকার কম। ৬টি কলমের মোট মূল্য কত?

A ১০০ টাকা

B ১৮০ টাকা

C ১৬৭ টাকা

D ১৫০ টাকা

Solution

Correct Answer: Option C

যেহেতু ৬ টি কলমের প্রতিটির মূল্য ২৫ টাকার বেশি কিন্তু ৩০ টাকার কম সেহেতু ৬ টি কলমের মূল্য অবশ্যই ১৫০ টাকার বেশি এবং ১৮০ টাকার কম । ৬ টি কলমের মূল্য ১৬৭ টাকা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions