In the number system, which value of a digit remains constant regardless of its position in the number?
Solution
Correct Answer: Option C
সংখ্যার যে কোনো অঙ্কের দুটি মান থাকে: ১. স্থানীয় মান (Place Value) এবং ২. স্বকীয় মান (Face Value)।
Place Value: সংখ্যার অবস্থানের ওপর নির্ভর করে পরিবর্তিত হয় (যেমন: একক, দশক, শতক)।
Face Value: এটি হলো অঙ্কটির নিজস্ব মান, যা কখনোই পরিবর্তিত হয় না। যেমন: ৫২৮ সংখ্যাটিতে ২-এর স্থানীয় মান ২০, কিন্তু এর স্বকীয় মান (Face Value) শুধুই ২। তাই সঠিক উত্তর Face Value।