ভারতের পশ্চিমবঙ্গের আইন সভার নাম --
A বিধানসভা
B রাজ্যসভা
C লোকসভা
D পঞ্চায়েত
Solution
Correct Answer: Option A
পশ্চিমবঙ্গের বিধানসভা এক কক্ষবিশিষ্ট রাজ্য আইনসভা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিবাদীবাগ এলাকায় হাইকোর্টের দক্ষিণে বিধানসভা ভবনটি অবস্থিত। বিধানসভার মেয়াদ ৫ বছর।