জি-৭৭ ভুক্ত দেশগুলোর মধ্যে অগ্রসরমান দেশগুলো কি নামে পরিচিত ?

A জি-২০

B জি -২৪

C জি-৭

D জি-১৫

Solution

Correct Answer: Option B

জি -৭৭ বা group of 77 হলো জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট। জাতিসংঘের বাণিজ্য সম্প্রসারণ সংস্থা UNCTAD এবং ECOSOC এটি প্রতিষ্ঠা করে। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৭৭ টি দেশ। বর্তমান সদস্য ১৩৪ টি। জি-৭৭ ভুক্ত দেশগুলোর মধ্যে অগ্রসরমান ২৪ টি দেশগুলোকে বলা হয় জি-২৪ জোট।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions